Siliguri New বাগডোগরায় Bagdogra হাতির হানায় প্রাণ হারালেন এক মহিলা। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃত ওই মহিলার নাম রেজিনা ওরাওঁ (৫০)। জানা গিয়েছে, গভীর রাতে একপাল হাতি বাগডোগরা বনাঞ্চলের তাইপু বিটের কদমা ব্লক জঙ্গল থেকে অর্ড চা বাগানের সামনের রাস্তা দিয়ে টাটারি জঙ্গলের দিকে যাচ্ছিল।
আর ঠিক সেই সময় ঘর থেকে রাস্তায় বেরোতেই একেবারে হাতির সামনে পড়ে যান রেজিনা। তখনই তাঁকে হাতি আক্রমণ Elephant attack করে। আর তাতেই মৃত্যু হয় তাঁর। রেজিনা অর্ড চা বাগানের ডারা লাইনের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পানিঘাটা রেঞ্জ অফিসার সমীরন রাজ।
পুলিশ সেখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে আসে। বুধবার ময়নাতদন্তের জন্য দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এপ্রসঙ্গে রেঞ্জ অফিসার সমীরন রাজ বলেন, ‘মাঝরাতে হাতির পাল যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই ওই মহিলা ঘরের বাইরে বেরিয়ে আসেন। ঘরে থাকলে হয়তো এমন পরিণতি হত না। সরকারি নিয়মানুসারে মৃতের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণের টাকা পায় সেই ব্যবস্থা করা হবে।’ অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা জানান, এত রাতে রেজিনা কেন ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে এল তা আমরাও বুঝতে পারছি না।