Murshidabad News দেশি বোমা তৈরি করতে গিয়ে তা ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকালে ওই ব্যক্তির দেহ পাওয়া যায় Murshidabad News মুর্শিদাবাদের ডোমকল থানার বর্তনাবাদ-মেহেদীপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মোমিনুল ইসলাম (৪৫)। তাঁর বাড়ি জলঙ্গি থানার ফরিদপুর গ্রামে। মোমিনুল ইসলামের দেহ যেখানে পাওয়া গেছে সেই এলাকা থেকে তাঁর বাড়ি প্রায় দু’কিলোমিটার দূরে।
প্রাথমিক তদন্তে ডোমকল থানার পুলিশের অনুমান, যে এলাকায় দেহটি পাওয়া গেছে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। অন্য কোনও জায়গায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপর রাতের অন্ধকারে দেহটি মেহেদীপাড়া এলাকায় দুষ্কৃতীরা ফেলে গেছে। ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন -মৃতের শরীরে বিস্ফোরণের ফলে তৈরি হওয়া একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
কোথায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং কারা দেহ ফেলে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ওই ব্যক্তির ভাই নাজিমুল ইসলাম মণ্ডল বলেন, ‘গতকাল সকালে দাদা বাড়ি থেকে বার হয়ে যায়। এরপর আর সে ফেরত আসেনি। গতকাল সন্ধেবেলা বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করার পরেও পরিবারের লোক কোথাও তার সন্ধান পায়নি।
আজ সকালে আমরা জানতে পারি মেহেদীপাড়া এলাকায় দাদার ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে।’ তিনি বলেন, ‘আমার দাদা স্থায়ী কোনও কাজ করত না। কিন্তু দাদা বোমা তৈরিতে বিশেষজ্ঞ ছিল। আমাদের অনুমান কোনও দুষ্কৃতী দল দাদাকে বোমা তৈরি করার জন্য ভাড়া করে নিয়ে গিয়েছিল। সেখানে বোমা তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাতেই দাদার মৃত্যু হয়। ওই দুষ্কৃতী দল দাদার দেহ ডোমকল এলাকায় ফেলে এসেছিল।‘