
English Bazar Police Station
Malda News ৪৫টি চোরাই মোবাইল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার অধীন বাধাপুকুর এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে এক যুবকের হেপাজত থেকে উদ্ধার হয় ৪৫টি চোরাই মোবাইল। উদ্ধার হওয়া মোবাইলের কোনও নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় ওই যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সাহাউল আলম (৩০)।
Malda News বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত সিলামপুরে। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া মোবাইলগুলি সে ইন্দোর থেকে নিয়ে এসেছিল। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সাতদিনের হেপাজত চেয়ে শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার