
BSNL SIM Card
BSNL SIM Card টেলিকম দুনিয়ায় জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে এখন। কয়েক মাস আগেই রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়েছে এয়ারটেল, জিও এবং ভোডাফোন। আর তারপর থেকেই মানুষের চাহিদার অভিমুখ ঘুরে গিয়েছে দেশীয় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের (BSNL SIM Card) দিকে। তিন মাসে বিএসএনএলের গ্রাহক সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তবে এবার আরও এক ধাপ এগিয়ে গেল বিএসএনএল (BSNL)। নতুন প্রযুক্তি নিয়ে আসতে চলেছে এই সংস্থা। এবার সিমকার্ড ছাড়াই করা যাবে ফোন, নেটওয়ার্ক না থাকলেও পাবেন পরিষেবা।
স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ভিয়াস্যাট (Viasat)-এর সঙ্গে একযোগে বিএসএনএল চালু করতে চলেছে ডিরেক্ট টু ডিভাইস স্যাটেলাইট পরিষেবা। এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ট্রান্সপোর্ট অপারেটর, গাড়ি ইত্যাদির সাহায্যে কোনো স্যাটেলাইট কানেকশনের হার্ডওয়্যার ছাড়াই টেরেস্ট্রিয়াল ও স্যাটেলাইট কভারেজ পাওয়া যাবে। এই বিশেষ প্রযুক্তির ট্রায়াল সম্প্রতি সম্পন্ন হয়েছে।
এই ট্রায়ালে ভিয়াস্যাট সংস্থা একটি কমার্শিয়াল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে নন টেরেস্ট্রিয়াল কানেক্টিভিটি সক্রিয় করার মাধ্যমে টু-ওয়ে মেসেজিং ও এস ও এস মেসেজিং প্রদর্শন করে। এক জায়গা থেকে বার্তা পাঠিয়ে তা এই প্রযুক্তির সহায়তায় ৩৬ হাজার কিলোমিটার দূরে থাকা ভিয়াস্যাটের জিও স্টেশনারি স্যাটেলাইটে পৌঁছে গিয়েছিল। আর এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়, স্যাটেলাইট থেকে সেলফোন কানেক্টিভিটি ভারতীয় গ্রাহকদের জন্য সম্ভব হবে। ভিয়াস্যাটের স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে এই টেলিকম অপারেটর সংস্থা নিজেদের ব্যবসাকেও বাড়াতে পারবে।
মূলত প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্ক ভাল পাওয়া যায় না, কিংবা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে নেটওয়ার্কে সমস্যা দেখা দিলে এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তির মাধ্যমে ফোনে অবিচ্ছিন্ন সংযোগ করা যাবে। যে এলাকায় নেটওয়ার্ক এখনও সেভাবে সুগঠিত নয়, সেখানে বিএসএনলের এই পরিষেবা অনেক উপকার এনে দেবে গ্রাহকদের। ভিয়াস্যাটের মুখ্য টেকনিক্যাল অফিসার সন্দীপ মুর্তি জানান, স্যাটেলাইট কানেক্টিভিটির ক্ষেত্রে এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তি সমস্ত বাধা দূর করবে। আগামী দিনে এর মাধ্যমে ভারতে প্রোডাকশান ও সাপ্লাই চেনের অনেক সুবিধে হবে।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার