বীরভূমের Birbhum ভাদুলিয়ার কয়লাখনিতে বিস্ফোরণ। সোমবার সকালের এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাত জন শ্রমিকের। আহত আরও অনেকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে। সোমবার ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হন সাত জন শ্রমিক।
স্থানীয় সূত্রে খবর, তাঁদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আহত বেশ কয়েক জন শ্রমিক। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কয়লা উত্তোলনের সময় কয়লাখনিতে যে বিস্ফোরণ ঘটানো হয়, সে সময়েই কোনও ভাবে অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন জিএমপিএল-এর আধিকারিক এবং উপর তলার কর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে খবর, কয়লাখনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য একটিু ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। অন্য দিন যে পরিমাণ বিস্ফোরক দু’টি ট্রাকে আনা হয়, সোমবার তা একটি ট্রাকে করেই নিয়ে আসা হয়েছিল। ফলে ওভারলোডিংয়ের জেরেই এই বিস্ফোরণ কি না, প্রশ্ন উঠেছে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত ভাদুলিয়া। উত্তেজনা ছড়িয়েছে কয়লাখনি এলাকা জুড়ে। ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয়েছেন। পুলিশকে দেহ নিয়ে যেতেও বাধা দিচ্ছেন স্থানীয়েরা।
স্থানীয় সূত্রে খবর, ছিন্নভিন্ন অবস্থায় একাধিক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে (জিএমপিএল) এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ভাদুরিয়া গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় বাদ্যকর, সঞ্জয় বাদ্যকার বলেন, ‘আমরা কাজ করছিলাম। বিকট শব্দ শুনে প্রথমে ভাবলাম বাজি ফাটছে। পরে তো শুনলাম, বিস্ফোরণ হয়ে কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সকলেরই পাশের গ্রামে বাড়ি। সকালে রোজ কাজে আসত। এরকম ঘটনা ঘটবে ভাবতে পারিনি। পুলিশ ও দমকল এসে উদ্ধার কাজ করছে।’