কানাডায় (Canada) হিন্দু মন্দিরে খলিস্তানি হামলার কড়া প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) তরফে এবিষয়ে কানাডা সরকারের কাছে কঠোর পদক্ষেপ দাবি করা হয়েছে। রবিবার বিকেলে অন্টারিওর ব্রাম্পটনে হিন্দু সভার মন্দিরে হামলা চালায় খলিস্তানিরা। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যেখানে দেখা গিয়েছে, খলিস্তানি পতাকাধারী (Khalistan flags) একদল পুরুষ ব্রাম্পটনে ওই মন্দিরের বাইরে লাঠি হাতে জড়ো হয়েছে এবং তারা ভক্তদের আক্রমণ করছে। সোমবার বিদেশ মন্ত্রক এই হামলার তীব্র নিন্দা জানায়। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সরকারি বিবৃতিতে বলেছেন, ‘রবিবার অন্টারিওর ব্রাম্পটনে হিন্দু সভার মন্দিরে কট্টরপন্থী এবং বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা সংঘটিত সহিংসতার নিন্দা জানাই।’
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে Canada কানাডার জাস্টিন ট্রুডো সরকারকে এই ধরনের হামলা থেকে উপাসনালয়গুলিকে রক্ষার আর্জি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আশা করি, সহিংসতায় যুক্তদের বিচার হবে। আমরা কানাডায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানাচ্ছে ভারত সরকার।’
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার