শিয়ালদহের কাছে অস্ত্রভান্ডারের হদিস। Kolkata কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের অভিযানে মিলল পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ৯০ রাউন্ড গুলি। গ্রেফতার করা হয়েছে এক জনকে। ধৃতের নাম মহম্মদ ইসমাইল। পুলিশ সূত্রে খবর, বৈঠকখানা রোডের কাছে অস্ত্রভান্ডারের হদিস গোপন সূত্র মারফত মিলেছিল। তার পরেই অভিযান চালানো হয়। ধৃত রাজাবাজার এলাকার বাসিন্দা।
প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, তিনি অস্ত্র কেনাবেচার কারবারের সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য সেই অস্ত্র মজুত করা হয়েছিল, তা তদন্ত দেখা হচ্ছে। পাশাপাশি ওই অস্ত্রের কারবারে আর কেউ জড়িত কি না, দেখা হচ্ছে তা-ও। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। জানার চেষ্টা চলছে, Kolkata শহরে আর কোথাও অস্ত্র মজুত রয়েছে কি না। গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এক মহিলা বলেন, ‘’৬০ বছর ধরে এই এলাকায় রয়েছি। কখনও এ রকম ঘটনা ঘটেনি! আমরা খুবই আতঙ্কিত।’’
লালবাজার সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্স। এই ঘটনায় মোট পাঁচটি দামি আগ্নেয়াস্ত্র এবং ৯০ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টা নাগাদ আচমকাই সাদা পোশাকের পুলিশকে দেখে উত্তেজনা ছড়ায় শিয়ালদার বৈঠকখানা বাজারে সুরেন্দ্রনাথ কলেজের একেবারে কাছে। পরে জানা যায়, একটি ঘরে একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে পাচারের ছক করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের স্পেশাল টাস ফোর্সের এক আধিকারিক বলেন, “আমরা গোপন সূত্রে খবর পাই যে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সামনে একটি গোডাউনের সামনে থেকে একাধিক আগ্নেয়াস্ত্র পাচার করা হবে। সেই মতো আমরা সেখানে সাদা পোশাকে হাজির হয়ে যাই। এখনও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, বাকিদের খোঁজ চালানো হচ্ছে।” মনে করা হচ্ছে, বাইরের রাজ্য থেকে এই রাজ্যে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হয়েছে।
এর সঙ্গে বিহারের মুঙ্গেরের যোগ থাকতে পারে। লালবাজার সূত্রের খবর, সামনে বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন রয়েছে। সেই উপনির্বাচনে গন্ডগোল করার জন্যই এই আগ্নেয়াস্ত্রগুলি মজুদ করে রাখা হয়েছিল। সময় মতো এইগুলি অন্যত্র চালান করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে কলকাতার বুকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বাবুঘাট বাস স্ট্যান্ড, স্ট্র্যান্ড রোড, রাজাবাজার, একবালপুর, তিলজলা-সহ একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লালবাজার।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার