Malda News সাতসকালে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। মৃত্যু হল ৩ প্রাতর্ভ্রমণকারীর। আহত আরও ৩ জন। শনিবার দুর্ঘটনাটি ঘটে মালদার (Malda News) হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কের কাবুয়ারোড কালীমন্দির এলাকায়। মৃতরা হলেন, দিলীপ সাহা (৪৯), ফেকন লাল রাম (৬০) ও চিকিৎসক সুরেশ খৈতান (৬০)। প্রত্যেকের বাড়ি তুলসীহাটা গ্রামে।
আহত শ্রাবণী সাহা (৪০), শংকরপদ কর্মকার (৪৩) ও গাড়ির চালক মহম্মদ হেলাল (৪০) হাসপাতালে চিকিৎসাধীন। চালকের বাড়ি চাঁচলের স্বরুপগঞ্জের বিষণপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তুলসীহাটা গ্রামের পাঁচজন প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। কালীমন্দিরের পাশে ব্যায়াম করছিলেন ৩ জন। পথে একটি পিকআপ ভ্যান পেছন থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। গাড়ির ধাক্কায় রাস্তা থেকে ছিটকে পড়েন তাঁরা। আহত হন গাড়ির চালক ও অপর ২ জন।
গাড়িটি রাস্তার ধারে খালে পড়ে যায়। তুলসীহাটা গ্রামের বাসিন্দা অভিজিৎ গুপ্ত বলেন, ‘এদিন কালীমন্দিরের পাশে দিলীপ সাহা, ফেকন লাল রাম ও সুরেশ খৈতান ব্যায়াম করছিলেন। হঠাৎ তুলসীহাটার দিক থেকে দ্রুত গতিতে আশা একটি পিকআপ ভ্যান তাঁদের সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Harishchandrapur Police)।
আহত গাড়ির চালক ও অপর ২ জনকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে (Chanchal Super Speciality Hospital) স্থানান্তরিত করা হয়। দেহগুলি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। স্থানীয়দের কথায়, জাতীয় সড়কে অনেক যানবাহন এভাবে দ্রুতগতিতে চলে। যে কারণে দুর্ঘটনা বাড়ছে। প্রশাসনিক নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার