Nadia News in Bengali অতর্কিতে হামলা চালিয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আরেক রাজমিস্ত্রির বিরুদ্ধে। স্বামীকে বাঁচানোর চেষ্টা করে আহত হলেন স্ত্রী। সোমবার সন্ধ্যায় Nadia News নদিয়ার হাঁসখালি থানা এলাকার বেনালি বাজারের ঘটনা। নিহত শ্রীফুল মণ্ডলের (৪৫) স্ত্রীর দাবি, স্বামীর কোনও শত্রু ছিল না। নিহতের স্ত্রী মিনতি মণ্ডল জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাপের বাড়ি যাওয়ার তোড়জোড় করছিলেন তিনি।
শ্রীফুলবাবুর জ্বর আসায় তিনি শুয়ে ছিলেন। বেরনোর আগে শৌচাগারে যান তিনি। তখনই অতর্কিতে ঘরে ঢুকে পড়ে প্রশান্ত বিশ্বাস নামে এক যুবক। পেশায় রাজমিস্ত্রি প্রশান্ত শ্রীফুলবাবুর মাথায় ঘাড়ে কোপাতে থাকে। স্বামীর আর্তনাদ শুনে শৌচাগার থেকে বেরিয়ে পড়েন মিনতিদেবী। স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। তখন তাঁকেও ধারালো অস্ত্রের কোপ বসায় প্রশান্ত। এর পর বাড়ি ছেড়ে পালায় সে।
গুরুতর আহত শ্রীফুলবাবুকে উদ্ধার করে হাঁসখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে তাঁকে শক্তিনগর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, অভিযুক্ত প্রশান্ত বিশ্বাসের বাড়ি ওই এলাকাতেই। তিনিও রাজমিস্ত্রির কাজ করেন। তবে শ্রীফুলবাবুর সঙ্গে একসঙ্গে কাজ করতেন না তিনি। ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পেশাদারি রেষারেষির জেরেই এই খুন।
যদিও নিহতের স্ত্রীর দাবি, স্বামীর কোনও শত্রু ছিল না। এমনকী প্রশান্তেরে সঙ্গে কোনও দিন কাজও করেননি তিনি। তাই হামলার কারণ তাঁর জানা নেই। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।Nadia News
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার