পূর্ব মেদিনীপুর Medinipur News হওয়ার কথা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু শেষে তা রূপ নিল রণক্ষেত্রের। চলল এলপাথাড়ি ঘুষি, লাথি। একে অপরের দিকে তেড়ে গেল দুপক্ষ। বৃহস্পতিবার রাতে এখানেই শুরু হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নন্দকুমারের সোনার বাংলা ক্লাবের সদস্যদের দেওয়া এক প্রস্তাবকে ঘিরে। নাচের দলের সদস্যদের একাংশের অভিযোগ, অনুষ্ঠানের মাঝে শিল্পীদের পোশাক খুলে নাচার প্রস্তাব দেন ক্লাবের সদস্যরা।
কথা না শোনায় মহিলা শিল্পীদের আটকে রেখে মারধর, শ্লীলতাহানির করা হয়। বেধড়ক মারা হয় পুরুষ শিল্পীদেরও। অভিযোগকারীদের দাবি, ‘তিন ঘণ্টার অনুষ্ঠান হয়ে গিয়েছিল। কমিটি বলে আমাদের বেশি সময় অনুষ্ঠান করতে হবে। তিন ঘণ্টার জায়গায় সাড়ে চার ঘণ্টা অনুষ্ঠান হয়ে গিয়েছিল। শেষে কিছুজন মদ খেয়ে এসে বলে পুরো উত্তেজক অনুষ্ঠান করতে হবে।
আমরা তাতে রাজি না হওয়ায় সেই জন্য ওরা আমদের সঙ্গে তর্কাতর্কি করেত করতে মেয়েদের গায়ে ঘুষি, লাথি মেরেছে। ছেলেদেরকেও মারে। ওরা বলতে চাইছিল যে শেষের দিকে পুরো জামা প্যান্ট খুলে অনুষ্ঠান করতে হবে।’ আরেক অভিযোগকারিণীর কথায়, সাড়ে চার ঘণ্টা অনুষ্ঠান হয়ে যায় তখনম কমিটির কিছু লোক এসে আমাদেরকে বলে গ্রিনরুমে এসে যে তোমাদেরকে পুরো ওপেন করতে হবে অনুষ্ঠান। কিন্তু আমরা তাতে রাজি থাকিনি। কেউ এখানে উত্তেজক অনুষ্ঠান করে না। সেই হিসেবে আমরা না বলি।
তারা অশ্লীলভাবে আমাদের গায়ে হাত দেয়। গ্রিনরুমে এসে আমাদের বুকে হাত দেওয়া থেকে শুরু করে শারিরীক নির্যাতন,আমার পায়ে আমি আঘাত পেয়েছি। যদিও সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ক্লাব সদস্যদের তরফে। বলা হয়, না না এরকম কোনও কথাই হয়নি। পোশাক খুলে নাচার কথা আসেইনি এখানে। আমাদের এখানে মা বোনেরা সবাই দেখে অনুষ্ঠান বসে দেখে। বরং ওরাই খুব খারাপ ব্যবহার করেছে। ঘটনায় অভিযোগ জানানো হয় নন্দকুমার থানায়। একজন ক্লাব সদস্য-সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার