লক্ষ্মীর ভান্ডারের Lakshmir Bhandar টাকা বাংলাই দেয়, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের Mamata Banerjee । মহারাষ্ট্রে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ‘মিথ্যা’ প্রচার করা হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই মহিলাদের জন্য মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হয়। অন্যান্য রাজ্যে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়, টাকা মেলে না! উত্তরবঙ্গ সফরে গিয়ে এ বার এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে মমতা দাবি করেন, মহারাষ্ট্রে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ‘মিথ্যা’ প্রচার করা হচ্ছে।
ভারতের অন্য কোনও রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসে মাসে টাকা দেওয়া হয় না। প্রচারের জন্য রাজনৈতিক দলগুলি অসত্য প্রতিশ্রুতি দেয়। মহারাষ্ট্রে আসন্ন নির্বাচনের মুখেই এই মন্তব্য মমতার। তবে মহারাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘‘অন্য কোনও রাজ্যের বিষয়ে কোনও টিপ্পনী কাটতে চাই না। নির্বাচনের আগে এ রকম মন্তব্য করা উচিতও নয়। তবে নিশ্চয়ই চাইব, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিন।’’ প্রসঙ্গত, ভোটপর্বে পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ধাঁচে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার চালু করেছিল ‘লাডকি বহিন’ প্রকল্প।
এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এর মধ্যেই আবার শিন্ডে প্রতিশ্রুতি দেন, বিধানসভা ভোটে জিতলে এই ভাতার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে। তার পরেই রাহুল গান্ধী, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে প্রমুখ মুম্বইয়ে বিরোধীদের ‘মহা বিকাশ আঘাড়ী’র যৌথ প্রচারের মঞ্চ থেকে ঘোষণা করেন, তাঁরা ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন। ভোটের আবহে দু’পক্ষের এ হেন প্রতিশ্রুতির লড়াইকেই এ বার কটাক্ষ করলেন মমতা।
সোমবার পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee। সকালে কলকাতা থেকে রওনা দিয়ে দুপুরেই বাগডোগরা পৌঁছেছেন তিনি। এর পর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টেয় দার্জিলিংয়ে জিটিএ সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা মমতার। পাহাড়ের উন্নয়নে জিটিএ’র সদস্যদের কোনও নতুন নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন কি না সেই দিকেও চোখ রয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলের। এর পর আগামী ১৩ তারিখ, বুধবার দুপুরে দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শেষে দু’দিনের পাহাড় সফর সেরে আগামী ১৪ নভেম্বর Siliguri শিলিগুড়ি হয়ে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
তার পর কলকাতায় ফিরেই আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাটে আদিবাসী ভবনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ-সহ অন্যরা। সোমবার দুপুরে Bagdogra Airport বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নেমেছিল পাহাড়বাসীর ঢল। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরাও। এর পর বাগডোগরা থেকে সড়কপথে কার্শিয়াংয়ের রিচমন্ড হিলের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার