TMC Leader Arrested বিহারে গ্রেফতার বাংলার তৃণমূল নেতা। হাতির দাঁত পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বড়বাজারের ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ধৃত অশোক ওঝা । বিহারের বক্সারে পুলিশ ও বন দফতরের তল্লাশিতে ২টি হাতির দাঁত উদ্ধার হয়। ৪০ কেজি ওজনের ২টি হাতির দাঁত উদ্ধার করে বন দফতর। ঘটনায় তৃণমূল নেতা-সহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
তৃণমূল নেতা অশোক ওঝাকে জেরা করে বাকি ৪ জনকে গ্রেফতার করা হয়। বিহারের বক্সা জেলার ব্রহ্মপুর থানার পুলিশ আধিকারিকরা বন দফতরের কাছে খবর পান, হাতির দাঁত পাচার করার পরিকল্পনা করা হচ্ছে। এই খবর পেয়ে বন দফতর ও সংশ্লিষ্ট থানার পুলিশ যৌথ অভিযান চালায়। পরিকল্পনার খবর পেয়ে তারা ব্রহ্মপুর থানার দেউকুলি গ্রামে পৌঁছে যায়।
সেখানে তৃণমূল কংগ্রেস নেতার গ্রামের বাড়ি। পুলিশ সূত্রের খবর, সেই বাড়ি থেকে হাতির ২টি দাঁত বাজেয়াপ্ত করা হয়। যার ওজন ৪০ কেজি। আন্তর্জাতিক বাজারে যার মূল্য কয়েক লক্ষ টাকা বলে দাবি। হাতির দাঁত সেখান থেকে কোথায় যাওয়ার কথা ছিল, কারা নিত…এই ব়্যাকেটে আর কারা যুক্ত এই সমস্ত প্রশ্ন সামনে রেখেই ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় TMC Leader Arrested তৃণমূল কংগ্রেস নেতা অশোক কুমার ওঝাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে এই চক্রের আরও চার সদস্য যুক্ত। পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করছেন, হাতির এই দাঁতগুলি কাদের দেওয়ার কথা
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। এই প্রসঙ্গে বিবেক বলেন, ‘‘আমি শুনেছি ওরা (অশোক ঝা) বাড়িতে হাতি রাখত। বিহারের অনেকেই হাতি রাখেন বাড়িতে। সম্প্রতি ওদের একটি হাতি মারা যায়। সেই মরা হাতি তাঁরা বিক্রি করে দিয়েছিল। হাতির দাঁত দু’টি রেখে দিয়েছিল বাড়িতে। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দল এবং সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।’’ TMC Leader Arrested অশোককে ‘তৃণমূলের নতুন বীরাপ্পন’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। সমাজমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ‘‘এত দিন ওরা বালি, কয়লা, গরু, চাকরি চুরি করত। এখন ওরা হাতির দাঁতের চোরাচালানেও সিদ্ধহস্ত।’’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাড়ি থেকে হাতির দাঁত উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক অশোক। তিনি উত্তর কলকাতার ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সংগঠনের সভাপতি হয়েছিলেন। বর্তমানে অশোক তৃণমূলের হিন্দি সেলের সহ-সভাপতি পদে রয়েছেন। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার