আর জি কর কাণ্ডের ক্ষত এখনও টাটকা। এরই মধ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠল আউশগ্রামের এক Civic volunteer সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধৃতের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেরেণ্ডা গ্রামে দুটি পরিবারের মধ্যে ঝামেলার জেরে গ্রামের কয়েকজন মিলে সালিশিসভা বসিয়েছিলেন।
ওই গ্রামের বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার রহমতুল্লাহ শেখ। আউশগ্রাম থানায় রাতে স্থানীয় আদিবাসী এক বধূ গিয়ে রহমতুল্লা শেখের বিরুদ্ধে অভিযোগ জানায়। তাঁর অভিযোগ, রহমতুল্লা শেখ আগে থেকেই তাঁর উপর কুনজর দিত। শুক্রবার বাড়িতে তখন কেউ ছিলেন না।
উনি উঠোনে তক্তার উপর শুয়ে ছিলেন। সেসময় একা থাকার সুযোগে রহমতুল্লা তাঁর শ্লীলতাহানি করে। অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। যদিও ধৃতের দাবি, ওই পাড়ায় বেআইনি চোলাইমদের কারবার চলে। নিষেধ করায় বচসা হয়। এর পর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে।