
Purba Medinipur
Purba Medinipur খাদিকুল বিস্ফোরণের স্মৃতি উস্কে দীপাবলির আগে বড়সড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার করা হলো প্রায় লাখ তিনেক টাকার শব্দবাজি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশের এই সাফল্যে খুশি এলাকাবাসী। ফিল্মী কায়দায় শব্দবাজি-সহ অভিযুক্তকে তাজপুর – হেঙ্গুনবাড়ি সংলগ্ন গৌরপাহাড়ি বাসস্ট্যান্ড থেকে হাতেনাতে পাকড়াও করে এগরা থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম অরবিন্দ ভূঞা ( ৪৮)। তাঁর বাড়ি এগরা থানার নিমকবাড় গ্রামে। এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ জানিয়েছেন, প্রায় তিন লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। তবে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান জারি থাকবে। কিন্তু পুলিশের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন এগরাবাসী।Purba Medinipur
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার