Murshidabad News আর কয়েক ঘণ্টা কাটলেই হয়ে যেত দেরী। তবে তার আগেই বড় সাফল্য জলঙ্গী থানার পুলিশের। আগ্নেয়াস্ত্র পাচারের আগে গ্রেফতার একজন। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি ম্যাগাজিন, দু’টি সেভেন এমএম পিস্তল ও দু’রাউন্ড গুলি। দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল তাকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম লালন শেখ (৩৫)। তাঁর বাড়ি বাংলাদেশ লাগোয়া জলঙ্গী সমান্ত এলাকার উদয়নগর চর কলোনীতে।
গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাত্রে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। গ্রেফতার হয় লালন। ধৃতকে আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হবে। তবে এই আগ্নেয়াস্ত্র কোথায় থেকে নিয়ে এসেছে এবং কার মাধ্যমে বাংলাদেশ পার করত তার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। Murshidabad News
শুধু এখানেই নয়, এ দিন প্রায় ৪১ জন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে দু’জন আবার এক বছরের বেশি সময় ধরে চেন্নাইয়ে কাজ করছিলেন। ওই সকল বাংলাদেশিদের কাছে পাসপোর্ট ছিল না বলে দাবি পুলিশের। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার লালবাগ মহুকুমা আদালতে তোলা হবে।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার