বঙ্গোপসাগরে Bay of Bengal পুজোর আগে আবার weather নিম্নচাপের ভ্রুকুটি । উত্তর বঙ্গোপসাগরে আগামীকাল, শুক্রবারই নিম্নচাপ তৈরি হতে পারে । শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ পুজোর ঠিক প্রাক্কালেই দুর্যোগের কড়ানাড়া শুরু। দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। তবে বাংলা থেকেই এখনই যাচ্ছে না বর্ষা। তার সঙ্গে হাত ধরেছে নিম্নচাপের আশঙ্কা।
তাই মা দুর্গার আগমন ঘটবে বৃষ্টিস্নাত বাংলাতেই। অন্যদিকে , উত্তরবঙ্গে সব জেলাতেই বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামীকাল কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্য়েই বর্ষা বিদায় নিয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর ও লাদাখ থেকে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি।
মালদ্বীপ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণপূর্ব বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটি মায়ানমারের উপর দিয়ে গেছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে শুক্রবার উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এলাকা তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী ২ /৩ দিন মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েক জেলায়। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি আছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়বে।
কলকাতায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা সামান্য। মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। বৃষ্টি না হলে কিছুটা অস্বস্তি থাকবে। শুক্রবার কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরে। বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৬ শতাংশ।