Malda News ট্রাক্টরের সঙ্গে একটি নিয়ন্ত্রণহীন টোটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক বৃদ্ধ (Tractor-toto collision)। আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) ভালুকা বাজার ঢালাই মোড় এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম সোহরাব আলি (৭৫)। আহতরা হলেন খরিয়ত আলি (৫০), ভদ্রসেন দাস (৪৯) এবং টোটোচালক ফরিজ উদ্দিন (২৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ট্রাক্টরটি তেল ভরার জন্য ভালুকা ঢালাই মোড় সংলগ্ন পেট্রোল পাম্পে ঢুকতে যাচ্ছিল। সেই সময়ই একটি যাত্রীবোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই ট্রাক্টরের সামনে। টোটোর পেছনে বসে থাকা এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন চালক সহ তিনজন। এরপর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে পুলিশ মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য Malda News মালদা পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত টোটোটিকে উদ্ধার করেছে ভালুকা ফাড়ির পুলিশ। ট্রাক্টরচালক পলাতক বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই রাস্তা দিয়ে টোটো সহ বিভিন্ন গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে। যার জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। এদিনের সমস্ত ঘটনা এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পলাতক চালকের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার