কৃষ্ণনগরে কোতোয়ালি থানার দুর্গাপুর এলাকায় এক যুবকের দেহ উদ্ধার। মৃত যুবকের নাম ঋত্বিক মুন্সি (২৩)। শনিবার রাতে এক বন্ধুর সঙ্গে রাস দেখার জন্য বেরিয়েছিল ঋত্বিক। রবিবার সকালে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। ওই বন্ধুর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে যুবকের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শান্তিপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বের পাড়ার বাসিন্দা ছিলেন ঋত্বিক মুন্সি।
তাঁর পরিবারের দাবি, শনিবার রাতে ঋত্বিককে তাঁর বন্ধু সৌরভ ডাকতে আসেন। তাঁর সঙ্গেই রাস দেখার জন্য স্কুটি নিয়ে বেরিয়ে যায় ঋত্বিক। অনেক রাত হলেও বাড়ি না ফেরায় ফোনে ঋত্বিকের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের লোকজন। কিন্তু, বেশ কিছুক্ষণ তাঁকে ফোনে পাওয়া যায়নি। পরে সৌরভ ফোন ধরে জানান, ঋত্বিক অসুস্থ হয়ে পড়েছে। তবে তিনি সব সামলে নেবেন। যদিও, সারা রাত বাড়ি ফেরেননি ঋত্বিক।
রবিবার সকালে সৌরভের মা ঋত্বিকের বাড়িতে গিয়ে তাঁর স্কুটির চাবি দিয়ে আসেন বলে জানান পরিবারের সদস্যরা। রবিবার বেলায় পরিবারের কাছে খবর আসে আম বাগান থেকে ঋত্বিকের দেহ কৃষ্ণনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। এর পর থেকেই ঋত্বিকের বন্ধু সৌরভ পলাতক। সৌরভের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কৃষ্ণনগর কোতোয়ালি এবং শান্তিপুর থানার পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃতের পরিবারের দাবি, সৌরভ তাঁদের পরিবারের ছেলের সঙ্গে কিছু করে থাকতে পারে। ঋত্বিকের মা কাশ্মীরা মুন্সি বলেন, ‘আমার ছেলেকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। শান্তিপুর পুলিশের এক আধিকারিক বলেন, ‘আমরা একটা মৃতদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বলা যাবে কী ভাবে মারা গিয়েছেন যুবক। তদন্ত করা হচ্ছে।’
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার