siliguri newsব্যক্তির কাছ থেকে কোটি টাকার প্রতারণার অভিযোগ। গ্রেফতার ছ’জন। জানা গিয়েছে,গত ২৫ সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইমে ৫ কোটি ৫০ লক্ষ টাকার অনলাইন প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। এরপরই এই প্রতারণার ঘটনাটি সামনে আসে। পুলিশ সূত্রে খবর, প্রতারকেরা টাকার বিনিময়ে বিভিন্ন মানুষের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে প্রতারণা চক্র চালাত।
ভাড়ার সেই অ্যাকাউন্টগুলিতে দেশের পাশাপাশি বিদেশেও টাকার লেনদেন করা হত বলে খবর। এরপরই গোপন সূত্রে খবরের ভিত্তিতে ব্যারাকপুর সাইবার ক্রাইমের একটি প্রতিনিধি দল শিলিগুড়িতে পৌঁছয়। siliguri শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশের সাহায্যে যৌথ অভিযানে ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড় এলাকায় একটি বাড়িতে অভিযান চলে। সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর সেই বাড়ি থেকে একাধিক এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসবই সহ মোবাইল উদ্ধার করেছে। ধৃতদের ট্রাজজিট রিমান্ডে ব্যারাকপুর নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার