
Dakshin Dinajpur
Dakshin Dinajpur বালুরঘাটে আদিবাসী নাবালিকার রহস্যমৃত্যু। বাড়ির অদূরে গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। অভিযোগ, ধর্ষণের পর প্রমাণ লোপাটে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, Dakshin Dinajpur দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আজমতপুর পঞ্চায়েতের বাসুরিয়া তেলিপাড়ার বাসিন্দা ওই নাবালিকা।
মঙ্গলবার রাতে এলাকার একটি বিয়ে বাড়িতে সপরিবারে নিমন্ত্রণ ছিল নাবালিকার। রাতে সেখানেই ছিলেন সকলে। মাঝ রাতে তাঁরা দেখেন নাবালিকা নেই। আশে পাশে খোঁজ নেওয়া হয়। তাতেও তার হদিশ মেলেনি। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন সকালে থানায় অভিযোগ দায়েরের। কিন্তু তার আগেই ভয়ংকর দৃশ্য। বাড়ির অদূরে একটি গাছে দেখা যায় নাবালিকার ঝুলন্ত দেহ।
তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দেহের পাশে মিলেছে নাবালিকার মোবাইলও। স্থানীয়দের কথায়, ওই নাবালিকা আত্মঘাতী হয়নি। তাকে ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে থাকলে দোষীদের শাস্তির আশ্বাসও দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার