Weather News in Bengali দুর্যোগের ঘনঘটা দক্ষিণ ভারতে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে একটানা অঝোর ধারায় ভিজছিল তামিলনাড়ু। দুর্যোগ থামার লক্ষণ নেই। বরং সাইক্লোনের আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। আগামী তিনদিন তুমুল ঝড়বৃষ্টিতে তোলপাড় হতে পারে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। মৌসম ভবন সূত্রে খবর, সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে।
আরো শক্তি বাড়িয়ে এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল। চেন্নাইয়ের কাছাকাছি শুক্রবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। পাশাপাশি আগামী কয়েক ঘণ্টায় ‘ম্যাডেন-জুলিয়ান অসিলেশন’ বা ‘এমজেও’র প্রভাবে সাইক্লোজেনেসিস সিস্টেম তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে যদি এটি সাইক্লোনে পরিণত হয়, তবে আজ, বৃহস্পতিবারেই এটি চেন্নাইয়ের কাছে আছড়ে পড়তে পারে। এর নাম, সাইক্লোন ডানা। কাতার এই সাইক্লোনের নামকরণ করেছে। Weather News in Bengali
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আগামী দু’দিন ধরে তাণ্ডব চালাবে। ভারি থেকে অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ুর চেন্নাই, থিরভাল্লুর, কাঞ্চীপুরম, চেঙ্গলপট্টুতে। উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ুর বাকি জেলাগুলিতে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুর্যোগের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। Weather News in Bengali
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার