Basirhat বসিরহাট সীমান্ত এলাকায় গুলি করে খুন। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম আনন্দ সরকার (৪৫)। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। ঘটনাটে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, Basirhat বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের নাকুয়াদহ এলাকায় সোমবার এই ঘটনাটি ঘটে।
আনন্দ সরকার নামক ওই ব্যক্তি বাড়িতেই শুয়েছিলেন। সেই সময় বাড়ির বাইরে থেকে কয়েকজন তাঁকে ডাকে। ডাক শুনে ওইব্যক্তি বাইরে বেরিয়ে আসেন। এরপর তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে কিছুটা দূরেই একটি মাঠে। ওই মাঠের পাশেই তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। এরপর ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয়। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে মাঠে ফেলেই পালিয়ে যায় অভিযুক্তরা।
এদিকে গুলি চলার শব্দ শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তারাই ওই ব্য়ক্তিকে উদ্ধার করে Basirhatবসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই ব্য়ক্তিকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে খবর, আনন্দ ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি-রফতানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক বছর আগে সীমান্ত দিয়ে চোরাচালান ব্যবসা করার অপরাধে গ্রেফতার হন আনন্দ।
কিছু দিন জেলেও ছিলেন তিনি। ছাড়া পাওয়ার পরে আমদানি-রফতানির ব্যবসার সঙ্গে যুক্ত হন। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আনন্দের দেহের ময়নাতদন্ত করা হবে। তার পর দেহটি তুলে দেওয়া হবে পরিবারের হাতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে। পাশাপাশি, কথা বলে আনন্দের পরিবারের সঙ্গেও।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার