বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) সম্প্রসারণের কাজের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার বেনারস থেকে তিনি ভার্চুয়ালি কাজের সূচনা করেছেন। এই উপলক্ষ্যে এদিন কাওয়াখালির মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর, রাজু বিস্ট, জয়ন্ত রায়, শংকর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চট্টোপাধ্যায়, দুর্গা মুর্মু, নিরজ জিম্বা, গৌতম দেব সহ আরও অনেকে।
এদিন রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গৌতম দেবকে খাদা পড়িয়ে স্বাগত জানানোর সময়ই জয় শ্রীরাম ধ্বনি ওঠে দর্শকাসন থেকে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘ভৌগলিক অবস্থানগত দিক থেকে চিকেন নেক খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে চিন সীমান্ত ১৫০ কিলোমিটার দূরে। কাছেই রয়েছে বাংলাদেশ, ভুটান এবং নেপাল।
এখানে বিমানবন্দরের সম্প্রসারণ হলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে।’ Siliguri News শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘রাজ্য প্রায় একশো একর জমি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সকলকে নিয়ে উন্নয়ন করতে।’ জমি দেওয়ার জন্য রাজ্যকে কৃতজ্ঞতা জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। তাঁর বক্তব্য, Bagdogra Airport ‘বিমানবন্দরের সম্প্রসারণে এই এলাকার উন্নয়ন ঘটবে। এতে পর্যটন, শিল্প, বাণিজ্য নয়া দিশা পাবে। রাজ্য সরকার জমি দিলে কেন্দ্র আরও প্রকল্প গড়বে।’ তবে তাৎপর্যপূর্ণভাবে এদিন গৌতমকে খাদা পরানোর সময় জয় শ্রীরাম ধ্বনি ওঠে। যদিও পরিস্থিতি সামাল দেওয়া হয়।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার