Donald Trump ওভাল অফিসের ‘চিফ অফ স্টাফ’ পদে সুসি ওয়াইলসের পরে এ বার রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত পদে এলিস স্টেফানিক। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রেও এক মহিলাকে বেছে নিলেন Donald Trump ডোনাল্ড ট্রাম্প। এলিসকে রাষ্ট্রপুঞ্জে পাঠানোর কথা ঘোষণা করে ট্রাম্প সমাজমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমার পরবর্তী প্রশাসনে রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
এলিস একজন অবিশ্বাস্য ভাবে শক্তিশালী, অনমনীয় এবং চৌকস আমেরিকান। তিনি প্রথমসারির যোদ্ধা।’’ আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসে রিপাবলিকান পার্টির সদস্য ৪০ বছরের এলিসের ‘ইজ়রায়েলের বন্ধু’ হিসাবে পরিচিতি রয়েছে। তাঁকে রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রতিনিধি নিয়োগ করা ট্রাম্পের ‘তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত’ বলে মনে করছে রিপাবলিকান পার্টির একাংশ। রবিবার এলিসের পাশাপাশি টম হোমাননে আমেরিকার সীমান্ত নিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে রবিবার ট্রাম্প লেখেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আইসিইর সাবেক পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণের অদম্য ব্যক্তি টম হোমান আমাদের জাতীয় সীমান্তের দায়িত্ব নিতে ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন।’ ‘আমি দীর্ঘদিন ধরে টম হোমানকে চিনি। আমাদের সীমান্তে পুলিশিং কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণে তাঁর চেয়ে ভাল আর কেউ নেই’—এমনটাই লিখেছেন ট্রাম্প।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার