ভারতীয় ক্রিকেটে নতুন নজির গড়লেন হরিয়ানার যশবর্ধন দালাল Yashvardhan Dalal । সিকে নাইডু ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে তিনি খেললেন ৪২৬ রানের অপরাজিত ইনিংস। তাঁর ব্যাটিংয়ের সুবাদে ৮ উইকেটে ৭৩২ রান তুলেছে হরিয়ানা। গত বছর সিকে নাইডু ট্রফিতে ৩১২ রানের ইনিংস খেলেছিলেন উত্তরপ্রদেশের সমীর রিজ়ভি। অনুর্ধ্ব ২৩ পর্যায়ের এই প্রতিযোগিতার ইতিহাসে সেটাই ছিল এক ইনিংসে কোনও ব্যাটারের সর্বোচ্চ রানের নজির। শনিবার তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন যশবর্ধন দালাল Yashvardhan Dalal।
তিনি ৪২৬ রানের অপরাজিত ইনিংস খেলে নতুন কীর্তি গড়লেন। হরিয়ানার ওপেনারের ৪৬৩ বলের ইনিংসে রয়েছে ৪৬টি চার এবং ১২টি ছক্কা। হরিয়ানা অবশ্য তাদের ইনিংস ডিক্লেয়ার করেনি। তাই রবিবার নিজের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন তরুণ ব্যাটার। Yashvardhan Dalal যশবর্ধনের এই ইনিংসের সুবাদে ম্যাচে ভাল জায়গায় হরিয়ানাও। মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে তাদের রান ৮ উইকেটে ৭৩২। হরিয়ানার অপর ওপেনার অর্শ রাঙ্গা করেছেন ১৫১ রান। ৩১১ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৮টি চার এবং ১টি ছয়।
প্রথম উইকেটের জুটিতে অর্শ এবং যশবর্ধন তোলেন ৪১০ রান। দলের বাকি কোনও ব্যাটার অর্ধশতরানও করতে পারেননি। মুম্বইয়ের সফলতম বোলার অথর্ব ভোঁশলে ১৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন। উত্তরপ্রদেশের হয়ে খেলার সময় ২৬৬ বলে ৩১২ রান করে রেকর্ড গড়েছিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন এই ক্রিকেটার। সৌরাষ্ট্রের বিরুদ্ধে তিনি এই ইনিংসটি খেলেছিলেন। রিজভির রেকর্ড মাত্র ৯ মাস স্থায়ী ছিল। শনিবার বিধ্বংসী মেজাজে ব্যাট করে এই রেকর্ডই ভেঙে দিলেন যশবর্ধন দালাল। তাঁর বড় রানের সুবাদে দ্বিতীয় দিনের শেষে হরিয়ানার স্কোর ৮ উইকেট হারিয়ে ৭৩২। এখন দেখার তৃতীয় দিনে আর কত রান যোগ করতে পারেন যশবর্ধন। তিনি যেই রকম ফর্ম দেখিয়েছেন তা দেখে আগামিকালও তাঁর থেকে আরও বেশি কিছু আশা করা অন্যায় হবে না।
সিকে নাইডু ট্রফি কী? কর্নেল সিকে নায়ডু ট্রফি হল একটি ঘরোয়া ক্রিকেট চ্যাম্পিয়নশিপ যা ভারতের বিভিন্ন রাজ্য ও আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী অনূর্ধ্ব ২৩ দলের মধ্যে খেলা হয়। এটির আয়োজন করে থাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এবং ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক সিকে নায়ডুর নামে নামকরণ করা হয়েছে প্রতিযোগিতার। প্রতিটি ম্যাচ চার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এর আগে টুর্নামেন্টটি অনূর্ধ্ব ২২, অনূর্ধ্ব ২৩, অনূর্ধ্ব ২৫ সহ বিভিন্ন বয়স সীমায় ভাগ করে খেলা হয়েছে।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার