অ্যাকাউন্ট থেকে গায়েব সরকারি টাকা। Balurghat Municipality বালুঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য প্রশাসনিক মহলে। বালুরঘাট শাখার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Balurghat Municipality বালুরঘাট পুরসভার তিনটি চেকে এই টাকা তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ওই তিনটি চেক বালুরঘাট পুরসভার হাতেই রয়েছে বলে পুরসভার কর্তাদের দাবি।
তাহলে Balurghat পুরসভার চেকে টাকা কে তুলল? এ নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এখানেও কি তাহলের ট্যাবের মতো প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে? সেই প্রশ্নও ঘোরাফেরা করছে। Balurghat Municipality বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে ১৪ লক্ষ ৪০ হাজার টাকার বেশি গায়েব হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বালুরঘাট Balurghat পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
বৃহস্পতিবার বিকালে তিনি তার অফিসে বসে তিনটি চেক দেখিয়ে দাবি করেন তাঁদের কাছে থাকা তিনটি চেক যার নম্বর ৫৩৭৭১, ৫৩৭৭২ এবং ৫৩৭৭৩, এগুলি এখনও ব্যাঙ্কে জমাই পড়েনি। অথচ এই চেক থেকেই মোট ১৪ লক্ষ ৪০ হাজারের কিছু বেশি টাকা কোনও একটি অ্যাকাউন্টে গতকাল রাতে ক্রেডিট হয়েছে। কীভাবে ব্যাংক কর্তৃপক্ষ এই টাকা ওই অ্যাকাউন্টে ক্রেডিট করে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
এদিন তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং বালুরঘাট থানায়। চাপানউতোরের মধ্যেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখার ম্যানেজার বিক্রান্ত কুমার জানান, কীভাবে কী হয়েছে তা জানা নেই। পুরসভা থেকে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ আসতেই তা ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হবে।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার