
Bangladesh
Bangladesh এবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ (bangladesh)। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ করবেন, নাকি সরকার এ বিষয়ে উদ্যোগ নেবে, এখন সেদিকেই নজর। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সমাবেশ ও বিক্ষোভ হয়।
সেখানে এ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করা হয়। একই দাবিতে শাহবাগ ও বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইল, কক্সবাজার, ফেনী, মেহেরপুর, নড়াইল ও ঝিনাইদহ থেকে বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। জাহাঙ্গিরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ওই দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গতকাল দুপুর থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে বঙ্গভবনের সামনের সড়কে জড়ো হন কয়েকশো বিক্ষোভকারী। রাত সাড়ে আটটার দিকে তাঁদের একটি অংশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। পরে সেনা জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ২টা নাগাদ বিক্ষোভকারীরা বঙ্গভবন এলাকা ছেড়ে যান। প্রসঙ্গত, ‘শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি’, ‘পদত্যাগের প্রমাণ নেই’, এমন মন্তব্য করার পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকারের লোকজন ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল গত সোমবার বলেছেন, ‘রাষ্ট্রপতি যে বলেছেন, তা হল মিথ্যাচার।’
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার