NIA উত্তরবঙ্গে এনআইএ হানা। সোমবার সকালে Cooch behar কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্ত শহর হলদিবাড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ধারা নগর কলোনীর বাসিন্দা রাখি বর্মণ নামে এক মহিলার বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। NIA এনআইএ সুত্রে জানা গিয়েছে, তাদের আমেদাবাদ শাখায় একটি অভিযোগ ওঠে। দায়ের হওয়া মামলায় দেশে নাশকতামূলক কাজকর্মের একটি অভিযোগ ওঠে।
সেখানেই নাম উঠে আসে রাখি বর্মণের ছেলে বিশ্বজিৎ বর্মণ। সেই ঘটনার তদন্ত করতে NIAএনআইএ-র চারজন আধিকারিকের একটি দল Cooch behar কোচবিহারের হলদিবাড়ি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ বর্মণের বাড়িতে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনী ঘেরাও করে তাঁর বাড়ি। সঙ্গে ছিলেন হলদিবাড়ি থানার পুলিশ আধিকারিক ও বিশাল র । বিশ্বজিৎ বর্মণের বাবা মারা গিয়েছেন। তাঁর মা ভিক্ষাবৃত্তি করেন।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বিশ্বজিৎ নিতান্তই সাদাসিধে ছেলে। ক্যাটারিং কর্মী সে। তবে বর্তমানে বাড়ি নেই তিনি। কাজের সুত্রে বাইরে আছে বলে জানিয়েছেন তার মা রাখি বর্মণ। অভিযানের পর রাখিকে কিছু কাগজে সই করিয়ে নিয়ে গিয়েছেন আধিকারিকরা বলে দাবি রাখির। রাখি বলেন, “ওরা ঘরবাড়ি আমার বাক্সপ্যাঁটরা খুলে দেখল। স্বামীর ব্যাঙ্কের বই দেখল। ছেলে বাইরে কাজে গিয়েছে।” প্রতিবেশী মলয় দাস বলেন, “আশুরাম কাকা বলতাম। উনি ভিক্ষুক ছিলেন। আজ দেখলাম বিএসএফ ও বড় বড় অফিসাররা এই বাড়িতে এসেছেন। কেন এসেছেন বুঝতেই পারছি না।”
এনআইএ সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ কট্টরপন্থী সংগঠন আলকায়দার সঙ্গে সম্পর্কিত এবং সন্ত্রাসী চক্রের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী এক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল। এটি একটি বড় তদন্তের অংশ, যা ২০২৩ সালে আমেদাবাদে এ টি এস (অ্যান্টি টেররিজম স্কোয়াড) এর অভিযান থেকে শুরু হয়। ওই সময় ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়, যারা ভুয়ো ভারতীয় নথিপত্র ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিল এবং আলকায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিল।
তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এনআইএ এই তদন্তে নামেন। বিশ্বজিৎ বর্মণ তল্লাশির সময় বাড়িতে উপস্থিত ছিলেন না, তবে তার মা, রাখি বর্মণ জানিয়েছেন, গোয়েন্দারা বাড়ির প্রতিটি জায়গায় তল্লাশি চালিয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, কারণ বিশ্বজিৎ একটি সাধারণ ভিক্ষুক পরিবারের ছেলে।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার