দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার। অথচ নিজের দেশেই নিরাপদ নন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন। সেই মত প্রথমে বিসিবি দলও ঘোষণা করেছিল বাঁহাতি তারকাকে দলে রেখেই। তখন অধুনা ক্ষমতাচ্যুত আওয়ামি লিগের সাংসদ শাকিব নিরাপত্তার আশ্বাস চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) কাছে।
সেই আশ্বাস তিনি পাননি। উল্টে দেশজুড়ে শাকিবের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। কিছুদিন আগে সোশ্য়াল মিডিয়ায় ক্ষমা চেয়েও কোনও সুরাহা মেলেনি। এবার তারকা ক্রিকেটারের সমর্থনে ঢাকার মীরপুর স্টেডিয়ামের সামনে মিছিল করে বিক্ষোভে সমাবেশ করলেন শাকিব সমর্থকরা। শুক্রবার ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে বাংলাদেশের জার্সি পরে শাকিবের সমর্থনে রাস্তায় নেমেছিলেন প্রচুর মানুষ।
তাঁদের মধ্যেই এক শাকিব সমর্থককে বলেন, ”শাকিবকে দলের বাইরে রেখে কোনও মতই স্কোয়াড গঠন করা যাবে না। শাকিব বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে শাকিব কোনও অন্যায় কাজ করেছে বা কোনও ভুল করেছে। যখন আন্দোলন চলছিল ওঁ তখন দেশের বাইরে ছিল।” কানপুর টেস্টে খেলতে নেমেছিলেন শাকিব। সেখানেই তিনি জানিয়েছিলেন যে দেশের মাটিতেই টেস্ট কেরিয়ারকে বিদায় জানাতে চান তিনি। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে বিসিবি শাকিবের বদলে ঘোষণা করে দিয়েছে।
যা কোনও মতেই মেনে নিতে চাইছেন না সমর্থকরা। তাঁর এক সমর্থক সোচ্চার হয়ে বলেন, ”কানপুরে কেন শাকিবকে তাঁর শেষ টেস্ট খেলতে হবে। ওঁ ইচ্ছে প্রকাশ করেছে দেশের মাটিতে শেষ ম্য়াচ খেলবে। তাহলে তো ওঁকে মীরপুরে খেলতে দেওয়ার সুযোগ করে দেওয় উচিৎ। এই বিষয়ে বিসিবিকে দায়িত্ব নিতেই হবে।” বৃহস্পতিবার (Shakib Al Hasan) শাকিবের বিরুদ্ধে শের ই বাংলা স্টেডিয়ামের মূল দ্বারে যখন বিক্ষোভ চলছিল, তখন ভেতরে অনুশীলন চলছিল দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের।
২১ অক্টোবর থেকে শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু হবে। সেই টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। ম্যাচটি খেলতে বৃহস্পতিবার রাতেই দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল শাকিবের। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে শাকিবের বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার