
death of elephants
death of elephants মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজ়ার্ভে মৃত্যু সাতটি হাতির। গুরুতর অসুস্থ আরও তিন। কী কারণে একসঙ্গে সাতটি হাতি মারা গেল, তা এখনও স্পষ্ট নয়। কারণ জানতে জবলপুরের ‘স্কুল অফ ওয়াইল্ডলাইফ ফরেন্সিক্স অ্যান্ড হেলথ’-এ death of elephants মৃত হাতিগুলির ময়নাতদন্ত হচ্ছে। ময়নাতদন্তে সহায়তা করছেন মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজ়ার্ভ এবং কানহা জাতীয় উদ্যানের পশু চিকিৎসকরা।
তবে প্রাথমিকভাবে অনুমান, কীটনাশক মেশানো ফসল খেয়ে হাতিগুলি মারা গিয়েছে। সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই বান্ধবগড় টাইগার রিজ়ার্ভের একাধিক হাতি অসুস্থ হয়ে পড়ছিল। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে ওই টাইগার রিজ়ার্ভের মুখ্য সংরক্ষক বিজয় এন আম্বাদে বলেন, ‘এখনও হাতিগুলির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃত হাতিদের ময়নাতদন্ত হচ্ছে।
পাশাপাশি যে এলাকায় হাতিদের মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই জায়গাও পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ব্যাপারে বন দফতরের অনেকগুলি দল তৈরি করা হয়েছে।’ বন বিভাগের এক আধিকারিকের কথায়, ‘মঙ্গলবার দুপুরে রুটিনমাফিক টহলদারির সময় খিতাউলি এবং পাতাউর রেঞ্জের সলঙ্খানিয়া বিটে রিজ়ার্ভ ফরেস্ট ৩৮৪ এবং প্রোটেকটেড ফরেস্ট ১৮৩-তে দু’টি হাতির মৃতদেহ উদ্ধার হয়।
এরপর ওই এলাকায় বেশ কয়েকজন বন কর্মীকে পাঠানো হয়। গুরুতর অসুস্থ অবস্থায় আরও পাঁচটি হাতির খোঁজ মেলে। মঙ্গলবার ওই পাঁচটি হাতিও মারা যায়।’ হাতির জন্য গড়া বিশেষ স্ট্রাইক ফোর্স-কে জবলপুর এবং ভোপাল থেকে উড়িয়ে আনা হয়েছে। হাতিদের আচমকা এই মৃত্যুর কারণ খতিয়ে দেখছে ওই টিম। এই কাজে সাহায্য নেওয়া হচ্ছে দেহরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের।
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার