
Hooghly
Hooghly এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা Hooghly হুগলির Arambagh আরামবাগের একটি গ্রামে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেছেন প্রেমিক। তাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় করেছেন মৃতার মা। বিচারের দাবি তুলেছেন স্থানীয়েরা। যদিও অভিযুক্ত যুবক পলাতক বলে পুলিশ সূত্রের খবর।
স্থানীয় সূত্রের খবর, মৃতার দুই বোন এবং এক ভাই। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালানোর জন্য টুকিটাকি কাজ করতেন ওই ছাত্রী। তাঁর পরিবারের দাবি অনুযায়ী, অভিযুক্ত মৃতার দূরসম্পর্কের কাকা। বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভাইঝির সঙ্গে তিনি মেলামেশা করতেন। মৃতার মায়ের কথায়, ‘‘মেয়ের কথাতেই জানতে পারি যে ওর সাথে একাধিক বার সহবাস করেছে ছেলেটি (অভিযুক্ত)।
ওকে বিয়েও করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল। প্রথমে আমরা কিছুই জানতে পারিনি। কিন্তু ওই ছেলেটিকে যখন মেয়ে বিয়ের জন্য চাপ দেয় তখন সে অস্বীকার করেছে। সম্পর্কের কথা অস্বীকার করে। আমার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করে। তাতেই হতাশা এবং অবসাদে আমার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’’ তিনি অভিযুক্তের শাস্তির দাবি করেছেন। স্থানীয়রাও মেয়েটির মৃত্যুর জন্য ওই যুবককে দায়ী করেছেন। অন্য দিকে, অভিযুক্ত যুবকের তার মা জানিয়েছেন, তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, ‘‘আমার ছেলের ওই রকম কোনও সম্পর্ক ছিল না মেয়েটির সঙ্গে। উল্টে নানা ভাবে ওর কাছে টাকা দাবি করছিল ওরা। আমরা দিইনি।’’
আরও পড়ুন জেলার খবর কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি বীরভূম মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার