এইমসে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন সাংসদ, অভিযোগ বিজেপি নেত্রীর

এইমসে চাকরি দেওয়ার নাম করে  টাকা নিয়েছেন সাংসদ, অভিযোগ বিজেপি নেত্রীর

সম্প্রতি এইমস পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।।ওই দিন এইমস এর গেটের সামনে চাকরির দাবিতে স্থানীয় যুবক-যুবতীরা বিক্ষোভ দেখান মন্ত্রীর গাড়ি আটকে। এই সময় প্রকাশ‍্যে সংবাদমাধ‍্যমের কাছে কল‍্যানীর এক বিজেপি নেত্রী অভিযোখ করেন যে এইমসে চাকরী দেওয়ার নাম করে টাকা নিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার।

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায় করলেন সাংসদ।সম্প্রতি এইমস পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।। ওই স্থানে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরাও। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর এক মহিলা বিজেপি কর্মী তানিয়া ভট্টাচার্য অভিযোগ করেন বিজেপি সংসদ জগন্নাথ সরকার তার কাছ থেকে চাকরির জন্য টাকা নিয়েছেন অথচ এখনো পর্যন্ত চাকরি দিচ্ছেন না।

এইমসের এই ঘটনায় জগন্নাথ সরকারের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করে ওই মহিলা কর্মীর বিরুদ্ধে কল্যানি থানায় অভিযোগ দায়ের করলে জগন্নাথ সরকার।