শিলিগুড়িতে নির্দল প্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়িতে নির্দল প্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আজ পাহাড়ে ভোট যুদ্ধ। জিটিএ (GTA) নির্বাচন হচ্ছে ১০ বছর পর। শুধু পাহাড় নয় সমতলেও হচ্ছে ভোট। রবিবার শিলিগুড়িতে মহকুমা পরিষদের নির্বাচন। পাহাড়ে ৪৫ আসনে প্রার্থী হচ্ছেন ২৭৭ জন। ভোটার ৭ লক্ষের বেশি। গোর্খা জনমুক্তি মোর্চা, বিজেপি, জিএনএলএফ সহ পাহাড়ের বেশ কিছু দল এবার লড়ছে না ভোটে। সব আসনেই প্রার্থী দিয়েছে হামরো পার্টি।

৩৫ আসনে প্রার্থী দিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তৃণমূল ১০ ও সিপিএম ১১ আসনে লড়ছে। ইতিমধ্যে পাহাড়ে ভোট ঘিরে নিরাপত্তার কড়াকড়ি। চলছে পুলিশি টহলদারি। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন পর্যটনস্থল। আগামী বুধবার নির্বাচনের ফল প্রকাশ। শুধু পাহাড় নয়, ভোট যুদ্ধ হচ্ছে সমতলেও। আজ শিলিগুড়িতে মহকুমা পরিষদের নির্বাচন।

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে ৬৫৭ কেন্দ্রে ভোট গ্রহণ। মহকুমা পরিষদের আসন সংখ্যা ৯। এর পাশাপাশি ৪ পঞ্চায়েত সমিতির ৬৬ আসন ও ২২ গ্রাম পঞ্চায়েতের ৪৬২ আসনে ভোট। মোট ভোটার ৫ লক্ষ ২৮ হাজার। বস্তুত, রাজ্যের তিন জেলার ছ'টি পুরসভার ছ'টি ওয়ার্ডে আজ নির্বাচন। উত্তর ২৪ পরগনার পানিহাটির ৮ নম্বর, ভাটপাড়ার ৩ নম্বর, দক্ষিণ দমদমের ২৯ নম্বর ও দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচন।

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায় ৮ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে। বাকি তিন পুরসভার তিনটি ওয়ার্ডে নির্বাচন স্থগিত ছিল। তাই ওই তিন ওয়ার্ডে নির্বাচন হচ্ছে। পুরুলিয়ার ঝালদা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু খুন হওয়ায় সেখানে উপ নির্বাচন। এছাড়া চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেও নির্বাচন স্থগিত ছিল। আজ ওই ওয়ার্ডেও নির্বাচন। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোটগণনা হবে ২৯ জুন।