দশ কেজির বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার মালদহের চাঁচলে

দশ কেজির বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার মালদহের চাঁচলে

চাঁচল   বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল মালদহের চাঁচলে বৃহস্পতিবার দুপুরে চাঁচল-১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনারায় গ্রামে উদ্ধার হয় কচ্ছপটি।গ্রামের সচেতন মানুষ  কচ্ছপটি উদ্ধার করে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের খবর দেন।

পরে তারা স্থানীয় পুলিশ কর্মীদের বিষয়টি জানান।স্থানীয় সূত্রে জানা গেছে,গ্রামের একটি পুকুরে এই বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে পান নুরজামাল।সেখান থেকে কচ্ছপটিকে উদ্ধার করে এলাকার বাসিন্দারা একটি জলভর্তি মাটির পাত্রে রেখে দেন।

কচ্ছপটিকে এলাকার বাসিন্দারা মেরে খাবার কোন ধরনের চিন্তা ভাবনা করেননি।উদ্ধার করার পর বন দপ্তরকে ডেকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে বাসিন্দা সুকুমার।স্থানীয় বাসিন্দা নূরজামাল বলেন,পুকুরে মাছ ধরছিলাম।

হঠাৎ নজরে আসে কচ্ছপটি।উদ্ধার করে জলভর্তি মাটির পাত্রে রাখি।ধূসর আকারের কচ্ছপটির ওজন প্রায় ১০ কেজি হবে।বন দপ্তর এটি নিয়ে গেলে আমরা মুক্ত হব।