শিলিগুড়িতে মাঝরাস্তায় উলটে গেল ডিম বোঝাই ট্রাক, কুড়োতে হুড়োহুড়ি স্থানীয়দের

শিলিগুড়িতে মাঝরাস্তায় উলটে গেল ডিম বোঝাই ট্রাক, কুড়োতে হুড়োহুড়ি স্থানীয়দের

মাঝরাস্তায় উলটে গেল ডিম বোঝাই ট্রাক। রাস্তায় ছড়িয়ে পড়ল কয়েকহাজার ডিম। সেই ডিম নিয়ে কাড়াকাড়ি স্থানীয়দের মধ্যে। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়িতে। জানা গিয়েছে, অন্ধপ্রদেশ থেকে অসম যাচ্ছিল ডিম বোঝাই ট্রাকটি। সোমবার সকালে শিলিগুড়ির ফুলবাড়ির আমাইবাড়ির কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেটি।

আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটা উলটে যায়। স্বাভাবিকভাবেই ডিম সব ছড়িয়ে যায় রাস্তায়। ভেঙে যায় হাজার হাজার ডিম। এদিকে দুর্ঘটনা টের পেতেই রাস্তায় জড়ো হন স্থানীয়রা। দেখেন রাস্তায় পড়ে রয়েছে হাজার হাজার ডিম। স্বাভাবিকভাবেই চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

 সেই সময় ডিম কুড়তে শুরু করেন স্থানীয়রা। রীতিমতো কাড়াকাড়ি শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আধিকারিকরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ওপরে উলটে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়ির চালক ও সহকারি চালক। লরির চালক চালিয়েছেন, কয়েকহাজার ডিম নষ্ট হয়েছে। কয়েকলক্ষ টাকা নষ্ট।