সিবিআই তদন্ত হলে তেহট্টরর বিধায়ক নয়, হাওয়াই চটি পর্যন্ত পৌঁছে যাবে, সাংসদ জগন্নাথ সরকার

সিবিআই তদন্ত হলে তেহট্টরর বিধায়ক নয়, হাওয়াই চটি পর্যন্ত পৌঁছে যাবে, সাংসদ জগন্নাথ সরকার

 কান টানলে মাথা আসে, সিবিআই তদন্ত হলে হাওয়াই চটি পর্যন্ত পৌঁছে যাবে। তেহটটো বিধানসভার বিধায়ক তাপস সরকারের আত্মসহায়ক এর বিরুদ্ধে ওঠা চাকরি পাইয়ে দেওয়ার আর্থিক প্রতারণা প্রসঙ্গে আজ চাঞ্চল্যকর এমনই মন্তব্য করেন সংসদ জগন্নাথ সরকার।

তিনি বলেন, সিআইডি ওনাকে খুঁজে আর উনি দৌড়ে বেড়াচ্ছেন, তৃণমূল ভবন, কালীঘাট সহ বিভিন্ন নেতাদের কাছে। উনার আত্ম সহায়ক যদি নাই হবেন, তাহলে এত দৌড়াদৌড়ির প্রয়োজন নেই। সিআইডির তদন্তভার সিবিআই এর হাতে অর্পণ  করলে, প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে, প্রতারিতরা ফেরত পাবে তাদের কষ্টার্জিত অর্থ।

কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইয়েরা বুক ফুলিয়ে ধর্ষন করে আর দিদি তাদের জরিমানা হিসাবে ধর্ষিতার পরিবারকে তুলে দেন টাকা। তিনি মনে করেন এর পেছনে, রাজ্য স্তরের তৃণমূল নেতৃত্ব যোগসাদৃশ রয়েছে, আর সেই কারণেই রানাঘাট হোক বা হাঁসখালি বগটুই হোক বা তেহট্টর আর্থিক কেলেঙ্কারি সবটাই ঢাকা দিতে চেষ্টা করছেন।

অপরাধী দোষ করলে, শাস্তি পাক এটাই একজন মুখ্যমন্ত্রীর কথা হওয়া উচিত। সেক্ষেত্রে ধর্ষিতার পরিবারের কখনো প্রতারিত পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন তিনি।