নাবালিকা পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন শান্তনু ঠাকুর

নাবালিকা পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন শান্তনু ঠাকুর

হাঁসখালি  পশ্চিমবঙ্গের যা অবস্থা মুখ্যমন্ত্রীকে সবার আগে পদত্যাগ করা উচিত। যেখানে বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হলো আর মুখ্যমন্ত্রী নাটক করছেন। এদিন  হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা মতুয়া সংঘাতিপতি Shantanu Thakur শান্তনু ঠাকুর।

প্রথমে তিনি মৃত নাবালিকা বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। এর পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শান্তনু ঠাকুর বলেন, সিবিআই তদন্ত তো হবেই, কিন্তু বিশেষ করে একটা সম্প্রদায়ের ওপর নক্কারজনক ঘটনা এর আমরা ফেসবুকে ছাড়বো। মতুয়া সম্প্রদায়ের উপর অত্যাচার করে দমিয়ে রাখা যাবে না। আমরা এর শেষ দেখে ছাড়ব।

এর পাশাপাশি তিনি বলেন আমরা কোনো হুমকি মানি না। আমরা ওপা্য বাংলা থেকে আগত মানুষ। সিবিআই পদক্ষেপ নেবে, আমরাও বৃহত্তর আন্দোলন নামবো এ ঘটনা নিয়ে। শ্মশানে দাহ করা প্রসঙ্গে তিনি বলেন, জোর করে হাত-পা বেঁধে তুলে নিয়ে গিয়ে শ্মশানে দাহ করা হয়েছে।