ফেসবুক লাইভ করে আত্মঘাতী শান্তিপুরের যুবক! মৃত্যুর কারণ নিয়ে রহস্য

ফেসবুক লাইভ করে আত্মঘাতী শান্তিপুরের যুবক! মৃত্যুর কারণ নিয়ে রহস্য

আবারও এক যুবকের আত্মহত্যা! গতকালকেই শান্তিপুর থানা এলাকার এক যুবক দুটি মোবাইলে সক্রিয় থাকা অবস্থায় আত্মহত্যা করে ,যা নিয়ে রহস্য উদঘাটন হয়নি এখনো।  তারই মধ্যে আবারও আজ রহস্যজনক আত্মহত্যা, অভিনবও বটে তবে দুঃসাহসিক। ফেসবুক লাইভ করে  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল  এক যুবক।

জানা যায় মৃত যুবকের নাম রবি বিশ্বাস, বয়স আনুমানিক একুশ বছর। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার থানার মোড় সংলগ্ন বাসন্তী পাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, গত কাল রাত্রি আটটা নাগাদ ওই যুবক তার নিজের ফেসবুক লাইভ অন করে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।

পরিবারেরই এক সদস্যা সোশ্যাল মিডিয়ায় দেখে ফোন করে জানান সকলকে। লোকজন রাত্রি নটা নাগাদ ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখে ওই যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি ওই যুবককে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়।

যুবকের পরিবারের বক্তব্য অনুযায়ী, ওই যুবক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতো গত ৭ দিন আগে শান্তিপুরের নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু ওই যুবক কি কারণে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করলো তা নিয়ে রীতিমতো উঠছে প্রশ্ন। যদিও পরিবারের দাবি, ওই যুবক ভিন রাজ্যে চলে যাওয়ার পর তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়, কিন্তু কী কারণে আত্মঘাতী অনেকটাই অজানা পরিবারের কাছে।

আত্মহত্যার ঘটনা শুনে যুবক রবি বিশ্বাসের স্ত্রী ছুটে আসে বাড়িতে, এই ঘটনায় স্ত্রী রুপালি বিশ্বাস কে প্রশ্ন করলে কিছুই বলতে পারছেন না তিনি। বুধবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে যুবকের মৃত্যুর পেছনের কারণ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

যদিও ফেসবুকের নিজস্ব নিয়ম অনুযায়ী হয়তো সেই নোটিফিকেশন ফ্রেন্ড সার্কেলে থাকলেও ভিডিওটি এখন আর দেখা সম্ভব হচ্ছে না। তবে পরিবার এবং বন্ধু সার্কেলে অনেকেই বিষয়টি লক্ষ্য করেছিলেন সে সময়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানা, প্রয়োজনে সাইবারক্রাইম ডিপার্টমেন্টের সহযোগিতা নেবেন বলে জানা গেছে।