বাগডোগরা বিমানবন্দরে উড়ান অবতরণ সম্পূর্ণভাবে বন্ধ

বাগডোগরা বিমানবন্দরে উড়ান অবতরণ সম্পূর্ণভাবে বন্ধ

আবারও বিমান ওঠানামা বন্ধ হয়ে গেল বাগডোগরা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রানওয়েতে ফাটলের জেরেই বন্ধ হয়ে গিয়েছে বিমান চলাচল। তার ফলে দুর্ভোগের শিকার যাত্রীরা।বৃহস্পতিবার সকাল থেকে বাগডোগরা বিমানবন্দরে উড়ান অবতরণ সম্পূর্ণভাবে বন্ধ।

 এই নিয়ে তৃতীয় দফায় বিমান ওঠা-নামা বন্ধ হয়ে গেল বাগডোগরা বিমানবন্দরে। মার্চ মাসে দুবার রানওয়েতে ফাটলের কারণে বন্ধ হয় বিমান চলাচল। চলতি মাসে ফের একবার বন্ধ বিমান চলাচল। বিমানবন্দর সূত্রে খবর, ফের রানওয়েতে ফাটল দেখা গিয়েছে।

গতকাল রাত থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছিল ডুয়ার্স সহ শহরতলিতে। গতবার বৃষ্টির জেরেই ফাটল দেখা গিয়েছিল। এবারও ঠিক একই কারণে ফাটল দেখা দিয়েছে বলে অনুমান করা হচ্ছে।  আপাততভাবে সমস্ত উড়ানের সময় পিছিয়ে নেওয়া হয়েছে।

এর জেরে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। তাঁদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যাত্রীদের কোনও কিছু জানানো হচ্ছে না। সকালের বিমানের সময় পিছিয়ে দুপুরের পরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কোনওরকম সাহায্য মিলছে না বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে।