পাচারে আগে নকশালবাড়ি থেকে উদ্ধার প্যাঙ্গোলিন, গ্রেফতার ৪

পাচারে আগে নকশালবাড়ি থেকে উদ্ধার প্যাঙ্গোলিন, গ্রেফতার ৪

পাচারের ছক বানচাল। উত্তরবঙ্গের নকশালবাড়ি (Naxalbari) এলাকা থেকে প্যাঙ্গোলিন (Pangolin) উদ্ধার করল সশস্ত্র সীমা বল (SSB)। গ্রেফতার করা হল ৪ জনকে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কে অভিযান চালান SSB-র ৪১ নম্বর ব‍্যাটেলিয়ানের জওয়ানরা।

জাতীয় সড়কে একটি গাড়িকে আটক করা হয়। সেই গাড়িতে তল্লাশি চালিয়েই পাওয়া যায় প্যাঙ্গোলিনটি। ধৃতেরা হল ফিরোজ খান, ঝরিয়া হেমব্রম, ইক্রামুল হক ও অমিত বসুমাতা। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা তাঁরা। 

বন দফতর সূত্রে খবর, যে প্যাঙ্গোলিনটি উদ্ধার হয়েছে, সেটি 'চিনা প্যাঙ্গোলিন' প্রজাতির। অসমের বারোবিসা সংলগ্ন এলাকা থেকে নিয়ে আসার, পর বাগডোগরা হয়ে প্যাঙ্গোলিনটিকে নেপালে পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। এর আগে, উত্তরবঙ্গেরই খড়িবাড়ি এলাকা থেকে ১৩ টিয়াপাখি-সহ গ্রেফতার করা হয়েছিল ১ জনকে।