কৃষ্ণনগরে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদ নেতা

কৃষ্ণনগরে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদ নেতা

 কৃষ্ণনগর মালোপাড়ার বাসিন্দারা সুজয় হালদার প্রথম সারির তৃণমূল ছাত্র পরিষদ নেতা হিসেবে পরিচিত ছিলো , ছাত্র-ছাত্রীদের আর্থিক প্রতারণা, এডমিট কার্ড পাইয়ে দেওয়া সহ বিভিন্ন রকম অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত থাকার কারণে আজ তার বাড়ি থেকে গ্রেপ্তার  করে কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় চোদ্দো দিনের জেল হেফাজত হয়েছে তার। এ প্রসঙ্গে কৃষ্ণনগর উত্তর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্পণ বিশ্বাস  জানান, তৃণমূল ছাত্র পরিষদ কখনো অন্যায় কে প্রশ্রয় দেয়নি আগামীতেও দেবে না।

তার সম্পর্কে বেশ কয়েক মাস আগেই বেশকিছু অভিযোগ শোনার পর তাকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে যুক্ত অপর এক ব্যক্তি জড়িত আছে যা প্রশাসন খতিয়ে দেখছে।