কৃষ্ণনগর পৌরসভয় বিরোধী কাউন্সিলর দের ডেপুটেশন

কৃষ্ণনগর পৌরসভয় বিরোধী কাউন্সিলর দের ডেপুটেশন

সুদীপ ঘোষ  কৃষ্ণনগর   বিরোধী কন্ঠকে দাবিয়ে রেখে একাকী সিদ্ধান্তে কৃষ্ণনগর পৌরসভা কাজ করছে এমনই অভিযোগ তুলে এদিন কৃষ্ণনগর পৌরসভার বিরুদ্ধে ডেপুটেশন করে বিরোধী কাউন্সিলররা। তাদের অভিযোগ গত ১৫-৬-২০২২ তারিখে কৃষ্ণনগর বোর্ড অফ কাউন্সিলার মিটিংয়ে এ বিরোধী কাউন্সিলরদের প্রবল বিরোধিতা থাকা সত্ত্বেও বেআইনিভাবে ১% ডেভেলপমেন্ট মিউটেশন ফিস নামপত্তনের ক্ষেত্রে নেওয়া হবে বলে জানানো হয়,

যার ফলে বহু গরিব মানুষ মধ্যবিত্ত মানুষরা নাম পরিবর্তন করতে পারছে না বা পারবে না।এছাড়াও টেন্ডার দুর্নীতি নিয়ে সরব হয় বিরোধী কাউন্সিলর রা তারা জানান টেন্ডার দেয়া হচ্ছে যাদের তাদের সঠিক কাগজপত্র থাকছে না,উপযুক্ত কাগজপত্র যাদের আছে এমন যোগ্য ব্যক্তিকে টেন্ডার দেয়া হোক।

যাদের কাগজপত্র ঠিক নেই তাদের ব্ল্যাকলিস্টেড করা হোক, এছাড়াও একাধিক দাবি নিয়ে এদিন বিরোধী কাউন্সিলররা সরব হন। পৌরসভার চেয়ারম্যান রিতা দাস উপস্থিত না থাকায় ভাইস চেয়ারম্যান নরেশ চন্দ্র দাসের হাতে তারা ডেপুটেশন পত্র জমা করেন।