চার দিন আগে ডাকাতির কিনারা করল মালদহের হরিশচন্দ্রপুর থানার পুলিশ।

চার দিন আগে ডাকাতির কিনারা করল মালদহের হরিশচন্দ্রপুর থানার পুলিশ।

তনুজ জৈন  হরিশচন্দ্রপুর  : চার দিন আগে ডাকাতির কিনারা করল মালদহের হরিশচন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া টাকা ও সামগ্ৰি। গ্ৰেফতার হয়েছে এক হাতুড়ে চিকিৎসক সহ ৫ দুস্কৃতি। গত ১১ জুন রাতে হরিশচন্দ্রপুর থানা এলাকার একটি নার্সিংহোমের মালিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

মাদক ব্যবহার করে কয়েক লক্ষ টাকা ও সোনা গয়না ডাকাতি হয় বলে পরের দিন ১২ জুন হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নৈমুদ্দিন নামে গৃহকর্তা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাব ইন্সপেক্টর অমর সাহার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকার বাড়িতে হানা দিয়ে গ্ৰেফতার করা হয় ৫ জনকে।

এদের মধ্যে এক হাতুড়ে চিকিৎসক আরশাদ আলীও গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কুমেদপূর এলাকায়। এই ব্যাক্তি মাদক তৈরি করে দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। বাকিদের নাম লস্কর আলী (৪০) ফজলুল রহমান (৪০) তারিক ইসলাম (৩০) সুলতানা পারভীন (৩৮)। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে ৪ লাখ ৪১ হাজার ৮০০ টাকা উদ্ধার হয়েছে।