রানাঘাটে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে জেলা তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর

রানাঘাটে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে জেলা তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর

সম্প্রতি অমিত শাহ ঘুরে গেলেন এ বাংলা থেকে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে নদীয়ার তৃণমূল সভাপতির বিরুদ্ধে গদ্দার এবং গো ব‍্যাক স্লোগানে মুখরিত হয়ে উঠলো রানাঘাট। সামনে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে আজ বিকাল চারটায় রানাঘাট 2 নম্বর ব্লকের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক মিটিং হওয়ার কথা ছিলো।

সেইমতো নদীয়া জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর, প্রাক্তন সভাধিপতি বাণী রায়, শান্তিপুরের বিধায়ক ব্রজো কিশোর গোস্বামী, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী বর্ণালী দে সহ অনেকেই উপস্থিত হয়েছিলেন।

মিটিং শুরু হতেই, সভাগৃহ থেকে বেরিয়ে আসেন বেশকিছু মহিলা তৃণমূল কর্মী, গো ব্যাক রত্না ঘোষ, ধিক ধিক ধিক্কার, গদ্দার রত্না ঘোষ, বিজেপির দালালের বিরুদ্ধে লড়াইয়ে কর্মীরা একত্রিত হবার ডাক উঠলো।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেলেন নেতৃত্বরা, এ বিষয়ে কেউ কোনো মুখ না খুললেও রত্না ঘোষ কর বলেন এটা তৃণমূলের কালচার নয়, মিটিংয়ে কারা এসেছে তা খতিয়ে দেখা হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন চলতি মে মাসের কুড়ি তারিখ থেকে বেশকিছু  জেলা ব্লক কমিটির পরিবর্তিত করার ইঙ্গিত।

সেই সুযোগ হয়তো  কাজে লাগাতে চাইছেন জেলা সভাপতির বিরুদ্ধে তৃণমূলের থাকা একাংশ এমনটাই মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞরা। তারা মনে করেন তৃণমূলের নিচু তলার ক্ষোভ-বিক্ষোভ মাঝেমধ্যেই উঠে আসে সংবাদ শিরোনামে এবারে প্রকাশ্যে জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ অনেকটাই অস্বস্তিতে  ফেলবে তৃণমূলকে।