নদীয়ায় গৃহস্থ বাড়ি থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নদীয়ায় গৃহস্থ বাড়ি থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর অঞ্চলের বেলতলা এলাকার একটি গৃহস্থ বাড়ি থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার, গতকাল রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ নৃসিংহপুর বেলতলা নিবাসী স্বপন কুমার ঘোষের বাড়িতে উঠোনে একটি সাইকেল রাখা ছিল, তখনই তার ছেলে দেখতে পায় সেই সাইকেলের চাকায় একটি বিষধর গোখরো সাপ জড়িয়ে রয়েছে  ।

স্বভাবতই তারপর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে গোটা ঘোষ পরিবার, এবং চেঁচামেচি শুরু করে ।চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে উপস্থিত হয় ঘোষ বাবুর বাড়িতে, এবং তারা খবর দেন বনদপ্তরে । তারপর শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা সেখানে এসে উপস্থিত হন ,এবং বেশ খানিকক্ষণ এর প্রচেষ্টায় একটি প্রমাণ সাইজের বিষধর গোখরো সাপ উদ্ধার করেন তিনি ।

সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা জানান, এরপর  সাপটিকে বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে বন কর্মীদের হাতে তুলে দেয়া হবে। তবে গরম পরার সাথে সাথে নদীয়াজেলার শান্তিপুরে বিভিন্ন জায়গায় বিষধর সাপের উপদ্রব বাড়বে বলে আশা করছেন তিনি ,

তার জন্য ঘুমোনোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমোতে হবে এবং অন্ধকারে টর্চ নিয়ে চলাফেরা করতে হবে ,তৎসহ বাড়ির আশেপাশের জঙ্গল আবর্জনা পরিষ্কার রাখতে হবে ,এবং বিষাক্ত কোন সাপ দেখতে পেলে তৎক্ষণাৎ বনদপ্তর খবর দিতে হবে ।এমনটাই জানালেন বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ।