মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু মামা-ভাগ্নের

মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু মামা-ভাগ্নের

মুর্শিদাবাদের লালগোলায় বজ্রপাতে মৃত্যু হল মামা ও ভাগ্নের। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে। স্থানীয় সূত্রে খবর, মাঠে কাজ করার সময় প্রবল বৃষ্টি নামে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। অনেকেই কাজ থামিয়ে ফিরে গেলেও মাঠেই সেচের কাজে ব্যস্ত ছিলেন বছর ২৫-এর জাকির হোসেন এবং তাঁর ভাগ্নে ১০ বছরের শরিকুল ইসলাম।

সেই সময় আচমকাই বজ্রপাত হয়। দেখা যায় অচৈতন্য অবস্থায় জাকির ও শরিকুল মাঠে শুয়ে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত ঘোষণা করা হয়। এ দিকে শুক্রবার সকাল গড়াতেই নদিয়া ও মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি নামে।

এর ফলে গরমের হাত থেকে খানিক রেহাই মিললেও, চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, ফরাক্কার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর গাছ উপড়ে পড়ে কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়।

বহরমপুরের জলঙ্গি রোডে গাছ উপড়ে পড়ে দু’জন আহত হয়েছেন। এর ফলে প্রায় ৪৫ মিনিট ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। প্রবল ঝড়ে ডোমকল মহকুমা এলাকায় গাছ পড়ে দু’জন গুরুতর জখমকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।