দামোদর পেরিয়ে দাঁতাল পুরুষ হাতি ঢুকে পড়ল পূর্ব বর্ধমানে

দামোদর পেরিয়ে দাঁতাল পুরুষ হাতি ঢুকে পড়ল পূর্ব বর্ধমানে

ফের দামোদর পেরিয়ে বাঁকুড়ার দিক থেকে দুটি দাঁতাল পুরুষ হাতি ঢুকে পড়ল পূর্ব বর্ধমানের গলসীর সিমনোড় এলাকায়। খবর পেয়ে বন দফতরের আধিকারিক থেকে হুলা পার্টির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতি দুটিকে ফের দামোদর পার করানোর প্রক্রিয়া শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে দুটি হাতি বাঁকুড়ার দিক থেকে দামোদর নদ পেরিয়ে ঢুকে পড়ে গলসী থানা এলাকায়।

সিমনোড় গ্রামের ধান জমির উপর দিয়ে হাতি দুটি এগিয়ে যেতে থাকে আউশগ্রামের দিকে। ধান জমির আংশিক ক্ষতি হলেও আশপাশের গ্রামের ঘরবাড়ির কোনও ক্ষতি করেনি হাতি দুটি বলে জানা গেছে বন দফতর সূত্রে।  প্রত্যক্ষদর্শীরা বলেন, গ্রাম থেকে যাওয়ার পথে ক্যানেলের জলে নেমে বেশ কিছুক্ষণ শরীর ঠান্ডা করে হাতি দুটি।

যদিও বন বিভাগের কর্মীদের তৎপরতায় বেশি দূর এগোতে পারেনি হাতি দুটি। দুপুরের দিকে হাতি দুটির অবস্থান ছিল পারাজ রেল স্টেশনের পশ্চিম দিকে, ক্যানেলের বাঁধে। আর বিকেলে হাতি দুটিকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়। সন্ধ্যার মধ্যে ফের দামোদর পার করিয়ে বাঁকুড়ার দিকে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে বন বিভাগ সূত্রে।

এর আগেও পূর্ব বর্ধমান জেলার গলসীতে হানা দিয়েছিল হাতির দল। সেই দলকে তাড়াতে কার্যত কাল ঘাম ছুটেছিল বন দফতরের। আর এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই, এদিন ফের হাতির দেখা মিলল গলসীতে।