তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সমন জারি আদালতের

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সমন জারি আদালতের

সংবাদমাধ্যমকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সমন জারি করল ব্যাঙ্কশাল আদালত। ১৪ জুলাই আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল তাঁকে। ২০২০ সালের ঘটনা। নদিয়ার গয়েশপুরে করিমপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ছিল। সেই কর্মিসভার একটি ভিডিয়ো প্রকাশ্যে চলে এসেছিল।

আর তাতেই বিতর্কের ঝড় উঠে রাজ্যে। কেন? ওই ভিডিয়োতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বলতে শোনা যায়, 'কে এই দু'পয়সার প্রেসকে ভেতরে ডাকে?‌ সরাও প্রেসকে এখান থেকে। কেন দলের মিটিংয়ে প্রেস ডাকো তোমরা?‌ কর্মী বৈঠক হচ্ছে আর সবাই টিভিতে মুখ দেখাতে ব্যস্ত।

আমি দলের সভানেত্রী, আমি আপনাদের নির্দেশ দিচ্ছি, প্রেসকে সরান'। ‌পরে অবশ্য় টুইট করে ক্ষমাও চেয়েছিলেন মহুয়া। ২০২০ সালেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে মামলা করেছিলেন আইনজীবী স্মরজিত্‍ রায়চৌধুরী।

সেই মামলাতেই সমন জারি করে তৃণমূল সাংসদকে হাজিরা নির্দেশ দিল আদালত। মামলাকারী জানিয়েছেন, 'আদালত সমন জারি করেছে। সাংসদকে হাজিরা দিতে বলা হয়েছে'।